Loading...
Headmaster

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। শিক্ষা, শৃঙখলাকে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে সকলের প্রতি রইল অভিনন্দন । এ প্রতিষ্ঠানের সকল সদস্য আধুনিক বিজ্ঞান সম্মত তথ্য প্রযুক্তিসমৃদ্ধ “ডিজিটাল বাংলাদেশ" গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই ধারাকে অব্যাহত রাখতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী সকলের সম্মিলিত প্রয়াস চিরকাল অটুট থাকবে । পড়ালেখার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণকে উৎসাহিত করা হয় ৷ মনের সংকীর্ণতা ও দৈন্যতাকে দূর করে সাদা মনের অধিকারী করে গড়ে তুলতে বর্তমান সরকারের সঙ্গে আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি । বর্তমান সরকারের “ভিশন ২০২১” ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী ।

Read More
Chairman

সভাপতি মহোদয়ের বাণী

আমি জেনে আনন্দিত হয়েছি যে, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী মিতালী বিদ্যাপীঠ (উচ্চ বিদ্যালয়) তাদের তথ্য বতায়ন উন্মোচন করতে যাচ্ছে । আমি এ মহতী উদ্যোগকে স্বাগত জানাই ।
তথ্য প্রাপ্তি জনগণের গণতান্ত্রিক অধিকার । অবাধ তথ্যপ্রবাহ উণ্ণয়নের সহায়ক হিসেবে কাজ করে । বিদ্যালয় পরিচালনায় পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের যাবতীয় তথ্য এ বাতায়নে সণ্ণিবেশিত হওয়ায় শিক্ষার্থী শিক্ষক সহ অভিভাবকবৃন্দ উপকৃত হবেন । বছরব্যপী পাঠ্যসূচী পরীক্ষা সমূহ ও অন্যান্য অনুষ্ঠানাদির নির্ধারিত সূচী সমূহ শিক্ষার্থী শিক্ষক অভিভাবকণের মাঝে আন্তঃ যোগাযোগে গুরুত্্ণ ভূমিকা রাখবে । মিতালী বিদ্যাপীঠের অভিভাবক বৃন্দ সহ সকলকে এ বাতায়নের সুষ্ঠু ব্যবহারে আহ্বান জানাচ্ছি ।

Read More
Photo

Photo Galary

Video

Video Galary

BD 0:00 / 1:17 Mitali Bidyapith National Mourning Day 15th August

National Mourning Day 15th August -1

National Mourning Day 15th August -2

Teachers

Our Teachers